ব্যাংকিং খাত সংস্কারে ১৫শ মিলিয়ন ডলার দেবে এডিবি
ব্যাংকিং খাত সংস্কারে কয়েক ধাপে বাংলাদেশকে ১৫শ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা দেবে এশিয় উন্নয়ন ব্যাংক- এডিবি। ২০২৫ সালের মার্চ-এপ্রিলের মধ্যে এর প্রথম কিস্তি প্রায় পাঁচশ মিলিয়ন ডলার ছাড় করতে পারে এই উন্নয়ন সহযোগী সংস্থা। ১৫ সেপ্টেম্বর বিকালে সচিবালয়ে এডিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা। আরও বলেন, আর্থিক খাতে সংস্কার, জলবায়ু তহবিলসহ নানা বিষয়ে এডিবির সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে।