সংকট কাটিয়ে পোশাক শিল্পকে কীভাবে এগিয়ে নেওয়া যায়?
৪ দশক আগে দেশের মোট রপ্তানিতে তৈরি পোশাকের অংশ ছিল মাত্র ৪%। বর্তমানে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৮৫%। সনাতনী উৎপাদন থেকে ধাপে ধাপে বের হয়ে আসছে শিল্পটি। অনেক কারখানায় লেগেছে আধুনিকতার ছোঁয়া। তবে দেশের প্রধান শিল্পটি মাঝে মাঝে থমকে যায় রাজনৈতিক অস্থিরতা আর শ্রমিক অসন্তোষে। পাশাপাশি আছে রাজস্ব কর্মকর্তাদের হয়রানির অভিযোগও। এ সংকট কাটিয়ে পোশাক খাতকে কীভাবে এগিয়ে নেওয়া যায়? এসব নিয়েই টিবিএস'র এবারের রাউন্ডটেবিল আলোচনা।