বাংলাদেশকে ২০ কোটি ডলারের বেশি সহায়তা দিতে চুক্তি সই
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ও আর্থিক খাত সংস্কারে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এর আগে বাংলাদেশকে ২০ কোটি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতা দিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি ও মার্কিন উন্নয়ন সংস্থা ইউএস এইডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।