আর্থিকখাত সংস্কারে সহায়তা করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র সচিব
ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের কাছে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। পাশাপাশি তাদের সঙ্গে আর্থিক খাতের সংস্কার নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে বলে জানান তিনি। ১৫ সেপ্টেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।