প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত মার্কিন প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশ যে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে, সে প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নবউদ্যমে প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়াকেও পৃষ্ঠপোষকতা করবে দেশটি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সফররত মার্কিন প্রতিনিধিদের বৈঠকের পর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে পৃথক দুটি পোস্টে এ বার্তা দেয়া হয়।