রাইফেল ইস্যুতে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: এম সাখাওয়াত হোসেন
পুলিশকে মানবীয় থেকে থেকে দ্বানবীয় বানানো হয়েছে। পুলিশের ৭.৬২ এমএম রাইফেল ব্যবহারের বিষয়ে দেওয়া বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ৭.৬২ এমএম রাইফেল দেওয়া হয়েছে। এটা তদন্ত করবো বলেছি। কিন্তু এ নিয়ে আমাকে উদ্ধৃত করা হয়েছে যে 'আমি জানি না'। আমাকে ভুল উদ্ধৃত করা হয়েছে।' ১৪ সেপ্টেম্বর রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।