কেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ ছেড়েছিলেন সোহেল তাজ?
দুর্নীতি-অনিয়মের প্রতিবাদেই মন্ত্রিত্ব ছেড়েছিলেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি জানান, পদত্যাগ পত্র প্রত্যাহারে শেখ হাসিনা একদিকে তাকে গান শুনিয়েছেন অন্যদিকে গোয়েন্দা সংস্থা দিয়ে তাকে হেনস্তা করা হয়েছে। টিবিএস মাল্টিমিডিয়া সাথে সাক্ষাৎকারে এসব জানান তিনি।