গণতান্ত্রিক বন্দোবস্ত ও স্বাধীন নির্বাচন কমিশনের বিষয়ে যা বললেন জোনায়েদ সাকি
আমাদেরকে একটা গণতান্ত্রিক বন্দোবস্তের মধ্যে যেতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যদিয়েই আমাদেরকে জাতীয় ঐক্যমতে পৌঁছাতে হবে। এমনটাই মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ১৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের একটি হোটেলে নির্বাচন কমিশন নিয়োগ বিধান বিষয়ে পলিসি ডায়ালগে বক্তব্য দেন তিনি।