৭ দশক পর অবসরের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত চীন সরকারের
চীনের শীর্ষ আইনসভা থেকে কর্মীদের অবসর গ্রহণের বয়স বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে, শারীরিক শ্রমনির্ভর কাজে নিয়োজিত নারীদের অবসর গ্রহণের বয়সসীমা ৫০ থেকে বাড়িয়ে ৫৫ বছর এবং দাপ্তরিক কাজের ক্ষেত্রে ৫৫ থেকে বাড়িয়ে ৫৮ বছর নির্ধারণ করা হয়েছে। পুরুষদের জন্য অবসর গ্রহণের বয়সসীমা ৬০ থেকে ৩ বছর বৃদ্ধি করে ৬৩ বছর করা হয়েছে। এ পরিবর্তিত বয়সসীমা ২০২৫ সালের প্রথম দিন থেকে কার্যকর হবে। আগামী ১৫ বছরে ধাপে ধাপে অবসর গ্রহণের বয়স বৃদ্ধির হবে বলে জানিয়েছে চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া।