শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন কেমন?
গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে গেছেন এক মাসেরও বেশি সময় আগে। তবে এতদিনেও বাংলাদেশ-ভারত দুই প্রতিবেশীর সম্পর্ক শীতলই রয়ে গেছে। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা- পিটিআইকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেয়া সাক্ষাৎকারে বিস্মিত ভারত। এরই সূত্র ধরে দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা বিশ্লেষণ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।