মানিকগঞ্জে দিনব্যাপী গ্রামীণ খেলার আয়োজন
এক যুগ ধরে প্রতি বছরের ভাদ্র মাসে গ্রামীণ খেলার আয়োজন করে আসছেন মানিকগঞ্জ সদর উপজেলার ছোট বারুইল গ্রামের তরুণরা। যা এক বৃত্তে নিযে আসে পুরো গ্রামের বাসিন্দাদের। কেউ অংশ নেন প্রতিযোগিতায়, কেউ আবার দর্শক সারি থেকে দেন উৎসাহ।