বিতর্কে কে মিথ্যা বেশি বললেন, ট্রাম্প না কমলা?
আন্তর্জাতিক গণমাধ্যমের নজর এখন 'কমলা – ট্রাম্পের' বিতর্ক ব্যবচ্ছেদের দিকে। বিতর্কের সময় দুজনই দুজনকে মিথ্যাবাদি বলে আখ্যা দিয়েছেন। আল জাজিরা খুঁজে বের করেছে আসলেই কে কতটা মিথ্যা বলেছেন। আজকের প্রতিবেদনে আল জাজিরার সেই বিশ্লেষনটিই আপনাদের সামনে তুলে ধরব।