শিল্পীদের কালো তালিকাভূক্ত করা ঠিক না-ইমন
বাজেরে বাজে ঢোল আর ঢাক,এলোরে পহেলা বৈশাখ কিংবা নাতি খাতি বেলা গেল এমন আরো অনেক বিখ্যাত গানের সুরকার শওকত আলী ইমন। প্রায় ৪০০ চলচ্চিত্রের গানের সুর দিয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি ২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শওকত আলী ইমন এসেছিলেন মোহাম্মদ এন্ড সন্স লাক্সারী ওয়াচ টিবিএস স্পটলাইটের এবারের আয়োজনে। কথা বলেছেন তার বর্তমান এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে।