যুগোপুযোগী আধুনিক ও গতিশীল সংবিধান প্রয়োজন: ব্যারিস্টার নাজির আহমদ
অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করার সময় এসেছে। রাষ্ট্রকে মেরামত ও দেশকে অবারিত সম্ভাবনার পথে নিয়ে যাবার জন্য আমাদের দরকার নতুন, যুগোপুযোগী আধুনিক ও গতিশীল সংবিধান। ১২ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোসাইটি ফর ডেমোক্রেটিস রাইটের সংবাদ সম্মেলনে এসকল তথ্য উঠে এসেছে।