ট্রেজারি বন্ডে বড় সুযোগের অপেক্ষায়
অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলো আশা জাগিয়েছে যে সামষ্টিক অর্থনীতি ইতিবাচক ধারায় ঢুকেছে। তবে সুদের হার নিম্নমুখী হতে আরো কিছুটা সময় দরকার। বছরের শেষ নাগাদ ট্রেজারি বন্ডের ইল্ড ১৩% ছাড়িয়ে যেতে পারে। তখন পোর্টফোলিওর ৮০ভাগ পর্যন্ত সেখানে বিনিয়োগ করতে চান ইনভেস্টইট এসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ এমরান হাসান। নিশ্চিত উচ্চ সুদের পাশাপাশি, সেখানে পর্যাপ্ত মূলধনী মুনাফার সুযোগ রয়েছে। কারণ বাজারে সুদের হার কমলে বন্ডগুলোর বাজারমূল্য বেড়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে তিনি পোর্টফোলিওর কিছুটা ব্লু চিপ শেয়ারে এবং কিছুটা ট্রেডিং এর জন্যও বরাদ্দ করবেন।