পিসিওএস থেকে হতে পারে বন্ধাত্ব
বর্তমানে নারীরা যে সমস্যাগুলোতে সবচেয়ে বেশি ভুগে থাকেন, তার মধ্যে অন্যতম হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস)। এটি একটি হরমোনজনিত রোগ। এ রোগের কারণ মাসিক অনিয়মিত হয়৷ বন্ধাত্বের জন্যও অনেক ক্ষেত্রে দায়ী পিসিওএস। পিসিওএস কেন হয়, কীভাবে বুঝবেন আপনি পিসিওসে আক্রান্ত, পিসিওএস এর চিকিৎসা- এসব নিয়ে আজকের টিবিএস ভালো থাকুনে কথা বলেছেন ডা. সারিয়া তাসনিম, অধ্যাপক, গাইনি ও অবস বিভাগ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল।