যেভাবে খুন হন পাঠাও এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা, বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ফাহিম সালেহকে হত্যা করা হয় ২০২০ সালের ১৩ জুলাই। চার বছর মামলা চলার পর ১১ সেপ্টেম্বর ফাহিমের সাবেক সহকারী ও খুনী টাইরেস ডেভন হাসপিলকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।