হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ১১ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। মহাখালী থেকে গ্রেপ্তারের পর তাকে খিলগাঁও থানায় নেওয়া হয়।