আরজি কর কাণ্ড: বিচারের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ
আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। চিকিৎসকদের শুরু করা এই আন্দোলনে একে একে যোগ দিয়েছেন সাহিত্যিক, শিল্পী, খেলোয়াড়সহ সব শ্রেণি-পেশার মানুষ। তাদেরই একজন নাট্যকার ও পরিচালক সুমন মুখোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কলকাতা শহরে এমন আন্দোলন এর আগে কখনোই দেখিনি।