শেখ হাসিনাকে নিয়ে কী করবে ভারত, কূটনীতিকরা কী বলছেন?
গত ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুতির পর গণভবন ছেড়ে সোজা ভারতে উড়াল দেন শেখ হাসিনা। ভারত শেখ হাসিনার দীর্ঘদিনের ক্ষমতায় থাকাকালীন নানা রকমের সমালোচনার মুখেও তাঁকে জোরালো সমর্থন দিয়ে গেছে। শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর তিনি সেখানে কতদিন থাকবেন, তাঁর সেখানে অবস্থানের স্ট্যাটাস কী কিংবা বাংলাদেশ তাঁকে ফিরিয়ে আনবে কিনা এসব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কোনো পক্ষই এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বা সেটা সামনে আসেনি।