জ্বালানির সংস্থান না করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণই দায়ি: বিশেষজ্ঞ মত
জ্বালানির সংস্থান না করেই একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকেই লোডশেডিংয়ের কারণ বলছেন বিশেষজ্ঞরা। আর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি বলছে সামিটের এলএনজি টার্মিনাল থেকে প্রয়োজনীয় গ্যাস না মেলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমে গেছে। এতে দৈনিক ১২শ থেকে ১৫শ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে। শিগগিরই অবস্থার উন্নয়ন হবে বলেও জানিয়েছেন তিনি।