মিরপুরে ট্রাফিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক চেয়েছে পুলিশ
মিরপুরের গুরুত্বপূর্ণ কিছু এলাকার ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তার জন্য স্বেচ্ছাসেবক চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগ। ১১ সেপ্টেম্বর একটি ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছে তারা। পোষ্টে বলা হয়েছে, যারা ট্রাফিক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী তারা একটি গুগল ফর্মের মাধ্যমে তাদের নাম এবং ঠিকানা প্রদান করে সাইন আপ করতে পারেন। তবে, এটি যেহেতু স্বেচ্ছাসেবী কার্যক্রম তাই এর সঙ্গে অর্থ প্রাপ্তির কোন সংশ্লিষ্টতা নাই।