ট্রাম্প-কমলার বিতর্কে যা উঠে আসল
কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রথম টিভি বিতর্ক ছিল উত্তেজনাপূর্ণ। একে অপরকে একচুল ছাড় দেননি কেউ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইতোমধ্যেই এই টিভি বিতর্ক 'ফায়ারি ডিবেট' হিসেবে তকমা পেয়েছে। ফিলাডেলফিয়ায় কমলা ও ট্রাম্প এবিসি টিভি চ্যানেল আয়োজিত বিতর্কের মুখোমুখি হয়ে একে অপরের বিরুদ্ধে সমানে অভিযোগ করলেন। যুক্তি-পাল্টা যুক্তি, অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে উঠে এল অর্থনীতি, গর্ভপাত, অভিবাসন, হামাস–ইসরায়েল যুদ্ধ, ক্যাপিটলের হিলে হামলা ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধ, কর ব্যবস্থার মতো বিষয়গুলো।