বিদ্যুতের বকেয়া পরিশোধে বাংলাদেশ সরকারকে রাশিয়ার চিঠি
২০১৬ সালের ২৬ জুলাই রাশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে এই ঋণ চুক্তি সই হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২শ ৬৫ কোটি মার্কিন ডলার। এর ৯০ শতাংশ বা ১ হাজার ১শ ৩৮ কোটি ৫০ লাখ ডলার ঋণ হিসেবে দেবে রাশিয়া সরকার। এর সর্বোচ্চ সুদহার ৪ শতাংশ। এর বকেয়া পরিশোধে গত ২১ আগস্ট বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ৬৩ কোটি মার্কিন ডলার পরিশোধের কথা বলা হয়েছে এতে। ব্যাংক অব চায়নার সাংহাই শাখায় মার্কিন ডলার অথবা চীনের মুদ্রা ইউয়ানের মাধ্যমে পরিশোধ করা যাবে এই অর্থ।