রাজস্ব বাড়াতে কর প্রশাসন ও নীতিতে সংস্কার আনা হবে: অর্থ উপদেষ্টা
ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা আর নেই। বরং নিজেদের পায়ে দাঁড়াতে রাজস্ব আদায় বাড়াতে হবে। এজন্য কর সেবা দেয়ার পদ্ধতি সহজ ও করজাল বিস্তৃত করার ওপর জোর দিয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডে অনলাইন ট্যাক্স রিটার্ন বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।