অস্থিরতা কাটিয়ে বর্ষায় জমজমাট ভাসমান পেয়ারা হাট
মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলি ভাসমান হাট। শুধু ভিমরুলিতেই নয়, পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার আটঘর, কুড়িয়ানা, আদমকাঠি, বরিশালের বানারিপাড়াসহ এর আশপাশে ছোট-বড় ৩০ স্থানে বসে এমন ভাসমান হাট।