দুর্গোৎসব: কলম-পেন্সিল দিয়ে দুর্গা বানিয়ে আলোচনায় পাপিয়া
দুর্গোৎসবের বাকি মাত্র কয়েকদিন। তাইতো দূর্গা প্রতিমায় শেষ ছোঁয়া দিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন পশ্চিমবঙ্গের কারিগররা। তাদের মধ্যে একজন নদিয়া জেলার পাপিয়া কর। ভিন্ন এক মূর্তি তৈরির উদ্যোগ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। কলম ও পেন্সিল দিয়েই দুর্গা প্রতিমা তৈরি করছেন এই গৃহবধূ।