ক্যান্সার থেকে সেরে উঠছেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন
ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নেওয়া শেষ করেছেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। বলেছেন, এ বছরটা তাঁর জন্য 'অবিশ্বাস্য রকমের' কঠিন ছিল। কেট মিডলটনের 'অতি ব্যক্তিগত' একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস। ওই ভিডিওতে কেট এ কথা বলেন।