আরজি কর কাণ্ড: আন্দোলনের পক্ষে সৌরভ গাঙ্গুলীর সমর্থন
আরজি কর কাণ্ডে উত্তাল গোটা ভারত। বিচারের দাবিতে এখনো প্রতিবাদ সামিল জুনিয়র চিকিৎসকদের চলছে কর্মবিরতি। এরইমধ্যে এই মামলার দ্বিতীয় শুনানিতে চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, ১০ সেপ্টেম্বর বিকেলের মধ্যে কাজে যোগ দিতে হবে ডাক্তারদের।