এস এন করপোরেশন শিপইয়ার্ডের বিস্ফোরণ খতিয়ে দেখছে তদন্ত কমিটি
২০২৩ সালে সীতাকুণ্ডের এস এন করপোরেশন তকমা পায় পরিবেশবান্ধব গ্রিন শিপইয়ার্ডের। মূলত পরিবেশ দূষণ কমানো ছাড়াও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষাসহ আন্তর্জাতিক মান বজায় রাখায় এ স্বীকৃতি দেওয়া হয়। তবে পরিবেশবান্ধব এই শিপইয়ার্ডে কেনো এমন দুর্ঘটনা? সেটি খতিয়ে দেখতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি।