ট্রাম্প-কমলার বিতর্কই কি নির্ধারণ করে দেবে হার জিতের হিসাব-নিকাশ?
গত বিতর্কে ডেমোক্র্যাট শিবিরের বিশাল ধসের পর এবারে কোটি কোটি দর্শক শ্রোতার মনোযোগের কেন্দবিন্দুতে এই আসন্ন বিতর্ক। বিতর্কের মঞ্চে কমলা কি আদৌ তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ঘায়েল করতে পারবেন, নাকি প্রতিদ্বন্দ্বীর আক্রমণাত্মক বক্তব্যে নিজেই ধরাশায়ী হবেন, এ নিয়ে চলছে আলোচনা। রিপাবলিকান সমর্থকেরা বলছেন, মঞ্চে কথা বলতে পারবেন না কমলা। অন্যদিকে ডেমোক্র্যাট সমর্থকেরা বলছেন, কমলার প্রস্তুতি যথেষ্টই ভালো। এই বিষয়ে বিস্তারিত এবং বিশ্লেষনমুখী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। আল জাজিরা, এ এফ পি। সবগুলো প্রতিবেদন বিশ্লেষন করেই আপনাদের সামনে এখন তুলে ধরব বিভিন্ন জরিপ ট্রাম্প কমলার বিতর্ক নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে।