রিশাদের পর টি-টেন লিগে বিজয়
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করে বিশ্বের বিভিন্ন লিগে খেলার ডাক পাচ্ছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনার বিগ ব্যাশে দল পাওয়ার পর জিম আফ্রো টি-টেন লিগেও দল পান। এবার একই লিগে দল পেলেন ব্যাটার এনামুল হক বিজয়। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেলেন বিজয়।