যেভাবে বৈষ্যমের শিকার ৪৩তম বিসিএসের নন ক্যাডাররা?
৪৩তম বিসিএস নন-ক্যাডারা বৈষম্যের শিকার-এমন অভিযোগ তুলেছেন নন-ক্যাডার প্রার্থীরা। সোমবা্র ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, সোহরাব কমিশন এই বৈষম্য সৃষ্টি করেছে। এটি দূর করতে ৩ দফা দাবি সুপারিশ করেন তারা। নইলে কঠোর কর্মসূচিরও ঘোষনা দেন নন-ক্যাডার প্রার্থীরা।