রাশিয়ার ভূখণ্ড দখল করে ইউক্রেন কী বোঝাতে চাইছে?
এতদিন পর্যন্ত রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের মুহুর্মুহু হামলা এবং অগ্রগতি সম্পর্কে ইতোমধ্যেই আপনারা জানেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে এ ধরনের হামলা এটিই প্রথম। ইউক্রেন দাবি করছে তারা ১৩০০ কিমি এলাকা তাদের দখলে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ইউক্রেন সরাসরি পরিষ্কার করে বলেনি, যুদ্ধে তাদের হঠাত এ অগ্রগতির মূল লক্ষ্য কি?