কোটা বাতিল, নিয়োগ পরীক্ষার ফল দ্রুত প্রকাশের দাবি চাকরি প্রত্যাশীদের
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত এবং সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩, ৩য় ধাপ (ঢাকা ও চট্টগ্রাম) এর চূড়ান্ত ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলনকারীরা। ৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাব মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলনরে ব্যানারে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে চাকরি প্রত্যাশীরা তাদের দাবি জানান।