টাকা ছাপিয়ে কোন ব্যাংককে সহায়তা দেয়া হবে না: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ১০টি ব্যাংক দুর্বল অবস্থায় রয়েছে। এগুলো যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য ব্যাংকগুলোকে টেকনিক্যাল, অ্যাডভাইজারি ও লিকিউডিটি সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। রোববার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে গভর্নর এসব কথা বলেন।