কোন টাস্কফোর্স কী কাজ করবে জানালেন গভর্নর
ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে তিনটি টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১০ দিনের মধ্যে সেগুলো কাজ শুরু করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রোববার কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।