আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মঈন আলী, লক্ষ্য কোচিং করানো
বাংলাদেশে খেলতে আসলেই খুব হাঁকডাক পরে যেত মঈন আলীকে নিয়ে। পরবেই না বা কেন, বাংলাদেশের জামাই বলে কথা। স্ত্রী ফিরোজা হোসেনের জন্ম ও বেড়ে ওঠা দুটিই ইংল্যান্ডে হলেও শিকড় যে সিলেটে। তাইতো ভালোবেসে বাংলাদেশের জামাই ডাকা হত মঈন আলীকে। ৩৭ বছর বয়সী সেই ইংলিশ অলরাউন্ডারই এবার বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে।