পরিবর্তিত পরিস্থিতিতেও রপ্তানি আয়ে প্রবৃদ্ধির সুযোগ দেখছেন বাণিজ্য উপদেষ্টা
২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ে ১২.৪০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ৮ সেপ্টেম্বর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১৪৬তম বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরিস্থিতি পরিবর্তন হয়েছে। এ কারণে রপ্তানি আয় কমবে না। বরং আগের থেকে বেশি হবে। আমেরিকাও সবদিক থেকে ইতিবাচক দৃষ্টি রাখবে।