দেশ গড়ার যে সুযোগ মিলেছে তা হাতছাড়া করা যাবে না: প্রধান উপদেষ্টা
যারা এতদিন লুটপাট করেছে তারা বসে থাকবে না। আবারো ষড়যন্ত্র করবে। তাই শিক্ষার্থীদের সজাগ থাকার আহবান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন দেশ গড়ার যে সুযোগ মিলেছে তা হাতছাড়া করা যাবে না। হাতছাড়া হলে এই দেশের আর কোন ভবিষ্যৎ থাকবে না। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষাথীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।