সুন্দরবনে গাছের ছত্রাক রূপ নিয়েছে স্থানীয়দের জীবিকায়
ছত্রাকের আক্রমণ গাছের জন্য ভালো কিছু নয়। তবে সুন্দরবনের ভারতীয় অংশে শিরিষ, বাবলা, কুল, অর্জুন গাছের ছত্রাক রূপ নিয়েছে স্থানীয়দের আয়ের উৎসে। ছত্রাক আক্রান্ত ডাল সংগ্রহ করেন পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, সন্দেশখালির আশপাশের এলাকার বেশ কিছু মানুষ। প্রতি কেজি ছত্রাক বিক্রি করেন অন্তত ৩শ টাকায়।