প্রায় শত মিটার দীর্ঘ দেয়াল চিত্র এঁকে প্রশংসিত হাবিপ্রবির শিক্ষার্থীরা
রাজবাড়ী, কাঞ্চনব্রিজ, শালবন… দিনাজপুরের সব পর্যটন কেন্দ্র যেন মিলে গেছে একই স্থানে। শুধু পর্যটন কেন্দ্র নয়; একইসঙ্গে দেখা যাচ্ছে জেলার নামকরা সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়। দিনাজপুর সরকারি মহিলা কলেজের সামনে গেলেই একইসঙ্গে সব স্থাপনা দেখার সুযোগ পাচ্ছেন পথচারী এবং বিভিন্ন গাড়ির যাত্রীরা।