মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার সিমি সিং
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আয়ারল্যান্ডের অফ স্পিনিং অলরাউন্ডার সিমি সিং। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের ভুগছেন গুরুতর লিভার সমস্যায়। সেরে উঠতে করতে হবে লিভার প্রতিস্থাপন। তাই তাকে বাঁচাতে এগিয়ে এলেন তাঁরই স্ত্রী আগামদীপ কউর।