ব্যাংকিং খাতকে কীভাবে রক্ষা করা যায়?
গত শেখ হাসিনা সরকারের শাসনামলে দেশের ব্যাংকিং খাত কুক্ষিগত হয়ে পড়ে কয়েকটি শিল্পগোষ্ঠীর হাতে। তাদের মালিকপক্ষ নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিভিন্ন ব্যাংক থেকে তুলে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। নামে-বেনামে নেওয়া এসব ঋণের বড় একটি অংশ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ আছে। এ কারণে বাড়ছে খেলাপি ঋণ। এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী?