ব্যালন ডি’অর লড়াইয়ে যেসব হেভিওয়েট কোচ
এই বছর ব্যালন ডি'অর পুরস্কারের নতুন দুটি ক্যাটেগরির মধ্যে একটি বর্ষসেরা সেরা কোচ এওয়ার্ড। যেখানে জায়গা হয়েছে বায়ার লেভারকুসেনের জাবি আলোনসো, রিয়াল মাদ্রিদের কার্লো এনচেলোত্তি, স্পেন জাতীয় দলের লুইস দে'লা ফুয়েন্তে, আতালান্তার গ্যাসপেরিনি, ম্যানসিটির পেপ গার্দিওলা ও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। চলুন দেখে আসা যাক এত হেভিওয়েট প্রার্থিদের মধ্যে কে আছেন এগিয়ে।