অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গে ৭ ভারতীয় আটক
সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তাদের মধ্যে ১০ জন নারী। ৫ সেপ্টেম্বর নদীয়া জেলার হাঁসখালী থানার বড় চুপরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর এক বাংলাদেশি নারী জানান, কাজের উদ্দেশ্যে টাকার বিনিময়ে এজেন্টের সহায়তায় ভারতে প্রবেশ করে তারা।