হ্রাস-বৃদ্ধির মধ্যেই এগোবে বাজার
স্বল্পমেয়াদে অর্থনীতির চ্যালেঞ্জ নেহাত কম নয়। ব্যাংকিং খাতে তারল্য আরো কিছুটা কমতে পারে। হাতেগোনা কিছু ভাল কোম্পানি বাদ দিলে, কর্পোরেট মুনাফাও চাপমুক্ত হয়নি। তবে, প্রতিকূল সময়ে নিরাপদ বিনিয়োগের প্রবণতা, কিছু পুঞ্জিভূত অলস টাকা ব্লু চিপ শেয়ারের চাহিদা ধরে রাখবে। সব মিলিয়ে হ্রাস বৃদ্ধির মধ্যেই এগোবে বাজার, প্রত্যাশা শেলটেক ব্রোকারেজের গবেষণা ও বিনিয়োগ প্রধান ন ম আল হুসাইনের।