আর জি কর কাণ্ড: রাতেও নির্ঘুম পশ্চিমবঙ্গের প্রতিটি সড়ক
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রীকে ধর্ষণ ও খুনের ন্যায় বিচার চেয়ে ভারতজুড়ে চলছে প্রতিবাদ। তারই অংশ হিসেবে ৪ সেপ্টেম্বর রাত দখলে নিয়েছে জনসাধারণ। কলকাতা থেকে বহরমপুর, বাঁকুড়া থেকে দক্ষিণ ২৪ পরগনা… কেন্দ্র থেকে প্রান্ত… সব সড়কই ছিলো লোকে লোকারণ্য।