শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে আটঘরের নৌকার হাট
দক্ষিণাঞ্চলে যাতায়াতের বাহন হিসেবে নৌকা বেশ জনপ্রিয়। ঘর থেকে বের হতেই এর প্রয়োজন হয়। নৌকায় পণ্যের পসরা সাজিয়ে ভাসমান হাটে বিক্রি করতে যান এখানকার মানুষ। আবার সদাইপাতি কিনে ডিঙি নৌকা বেয়েই ঘরে ফেরেন তাঁরা। এই চাহিদা মেটে নেছারাবাদের আটঘরে শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী নৌকার হাটে।