রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন ছাত্ররা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নিতে বেলা ১২টার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্ররা জড়ো হতে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সেখানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার নিয়ে হাজির হন ছাত্ররা। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গন।